সরওয়ার কামাল, মহেশখালী প্রতিনিধিঃ
মুজিব বর্ষের অঙ্গিকার-রক্ষা করবে ভোটাধিকার’ শ্লোগান কে সামনে রেখে ২রা মার্চ সকাল ১১ টায় মহেশখালী উপজেলা অডিটোরিয়াম হলরুমে উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে নির্বাচন কর্মকর্তা বিমলেন্দু কিশোর পালের সভাপতিত্বে ‘৪র্থ জাতীয় ভোটার দিবস’ পালন ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন- মহেশখালী- কুতুবদিয়ার মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব আশেক উল্লাহ রফিক। বিশেষ অতিথি ছিলেন মহেশখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শরীফ বাদশা, মহেশখালী উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও কক্সবাজার জেলা পরিষদের সদস্য আলহাজ্ব আনোয়ার পাশা চৌধুরী, পৌর মেয়র আলহাজ্ব মকছুদ মিয়া, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এম আজিজুর রহমান, হোয়ানক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মির কাশেম চৌধুরী, শাপলাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এডভোকেট আব্দুল খালেক চৌধুরী, মাতারবাড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু হায়দার, কুতুবজোম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এডভোকেট শেখ কামাল ও কালারমারছড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তারেক বিন ওসমান শরীফ সহ বিভিন্ন শ্রেণীর পেশার লোকজন উপস্থিত ছিলেন।