Home জাতীয় ঘটনা-দুর্ঘটনা লামায় পুকুর থেকে প্রতিবন্ধীর লাশ উদ্ধার

লামায় পুকুর থেকে প্রতিবন্ধীর লাশ উদ্ধার

114
0

মোহাম্মদ জুবাইরুল ইসলামঃ

বান্দরবানের লামায় এক পুকুর থেকে আব্দুল্লাহ(২৬) নামের একজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১৫ মে) সকাল ৭ টার দিকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত ব্যক্তি লামা উপজেলার আজিজনগর ইউনিয়নের ৫ নং ওয়ার্ড ইসলাম পুরের মৃত আলিম উদ্দিনের ছেলে।

আজিজনগর ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক শামীম শেখ এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ছেলেটি প্রতিবন্ধী এবং এলাকাবাসী থেকে শুনলাম তার মিরকী রোগও রয়েছে। সকালে এলাকাবাসীরা পুকুড় পাড়ে লাশটি দেখে ক্যাম্পে খবর দিলে ফোর্স পাঠিয়ে তাকে উদ্ধার করি। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে মিরকী রোগের কারনে হয়তো তার মৃত্যু হয়েছে।

লামা থানার ওসি শহিদুল ইসলাস জানান জানান, উদ্ধারের পর মরদেহটি ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। তবে এ বিষয়ে থানায় এখনও কেউ অভিযোগ দায়ের করেনি বলে জানান তিনি।

Previous articleসাতকানিয়া-লোহাগাড়া স্টুডেন্ট’স ফোরাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্যােগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here