জুবাইরুল ইসলাম, চকরিয়া প্রতিনিধিঃ
৩১-০৩-২০২২ইং ( বৃহস্পতিবার) সকাল ৮ঃ৩০ টায় চট্টগ্রাম দিক থেকে আগত একটি ট্রাক ও মোটরসাইকেল এর সংঘর্ষে মোটরসাইকেল যাত্রী ঘটনা স্থলে প্রাণ হারায়।
ঘটনা স্ব চোখে দেখা এক ব্যক্তি জানায় ট্রাকটির প্রথম অংশের চাকায় ধাক্কা খেয়ে পড়ে গেলে পেছনের চাকা পূনরায় ধাক্কা দেয়।ধাক্কা খেয়ে সড়কের ডান পাশে মোটরসাইকেল আরোহী পড়ে যায় এবং স্পটে মৃত্যুবরণ করে বলে জানা যায়।
ফাইয়ার সার্ভিসের লোক জানান যে,মোটরসাইকেল আরোহী ব্যক্তির নাম নুর মোহাম্মদ। তিনি বান্দরবানের আলীকদম উপজেলার ২নং চৈক্ষং ইউনিয়ন ৬নং ওয়ার্ডের বাসিন্দা।
লোকটি ৩নং নয়াপাড়া ইউনিয়নের বাগানপাড়া জামে মসজিদের সাবেক সহকারী ইমাম।