ছবিটা অনেক মূল্যবান, ১০ বিলিয়ন ডলারের জেমস ওয়েব টেলিস্কোপের এটি প্রথম ছবি। এই ছবি যে দুনিয়ার, মানুষের কল্পনা কিংবা পর্যবেক্ষণের দৃষ্টিসীমা এ যাবত কখনোই সেখানে পৌঁছাতে পারেনি। এইচডি ৮৪৪০৬ নামের এই ছবিটি ১৬ মার্চ নাসা মুক্ত করেছে। টেলিস্কোপটির ১৮টি প্রাইমারি মিরর গত ১১ মার্চ সন্নিবেশ করা সম্ভব হয়েছে। এরপরেই এই ছবিটি পাওয়া যায়। ছবিতে উজ্জ্বল তারাটি মহাবিশ্বের প্রাচীন গ্যালাক্সি ক্লাস্টার গুচ্ছে সূর্যের বয়সী একটি নক্ষত্র। মানুষের খালি চোখে দেখার সীমা থেকে অন্তত ১,০০০ গুণ দূরে। আমরা ২০০০ আলোকবর্ষের চেয়ে বেশী দূরের কোন তারা খালি চোখে দেখতে পাই না। জেমস ওয়েব টেলিস্কোপ ফার ইনফারেড লাইট ক্যাপচার করতে পারে, মিররগুলো সংযুক্ত করার পর বিজ্ঞানীরা টেলিস্কোপটি প্রথম উরসা নক্ষত্র মন্ডলের দিকে তাক করে রাখেন। অপটিক্যাল সেন্সর গুলো সক্রিয় করেন। এতে দূরের ভৌতিক ব্লাকহোল ও গ্যালাক্সির জগতে এই নক্ষত্রটি প্রথম মিররে ভেসে ওঠে, তীব্র আলোর ঝলকানি থেকে টেলিস্কোপটি নিরাপদ রাখতে রেড ফিল্টার ব্যবহার করা হয়, আলোর ঝলকানি কমিয়ে গোটা অঞ্চলের ওয়াইড চিত্র পাওয়া যায়, এতে নক্ষত্রটি ছাড়াও পেছনে ভৌতিক গ্যালাক্সিগুলোর উপস্থিতি ধরা পড়ে। টেলিস্কোপটি পুরোপুরি অপটিক্যাল সমন্বয়ে আরো ছয় সপ্তাহ সময় লাগবে। বিজ্ঞানীরা খুব খুশি যে তাদের চেষ্টা ও পরিকল্পনা সফল হয়েছে।