বাঁশখালী প্রতিনিধিঃ
সারাদেশের মতো চট্টগ্রাম বাঁশখালী উপজেলায় পালিত হয়েছে বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন। আজ ১৭ মার্চ ২০২২ বৃহস্পতিবার উপজেলা পরিষদ প্রাঙ্গনে, বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসার সাইদুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে ও উপজেলা প্রশাসনের আয়োজনে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলা চেয়ারম্যান চৌধুরী মুহাম্মদ গালিব সাদলী, আরও উপস্থিত ছিলেন, বাঁশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উমর ফারুক, প্রাণিসম্পদ কর্মকর্তা সমরঞ্জন বড়ুয়া, বাঁশখালী থানার অফিসার ইনচার্জ কামাল উদ্দিন,বাঁশখালী প্রেসক্লাবের সভাপতি উজ্জ্বল বিশ্বাস সহ বাঁশখালী উপজেলা প্রশাসনের সর্বস্তরের কর্মকর্তা এবং কর্মচারীবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি বলেন, বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম দিবস উপলক্ষে বাঁশখালী আলোচনা সভা, পুরস্কার বিতরণ, এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে। সেই সাথে আজকে আমরা এমন একটি দিন পেয়েছি যিনি জন্ম না হলে বাংলা এবং বাংলাদেশ নামক একটি স্বাধীন ভূখণ্ড আমরা পাইতাম না। মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত হইত না। সর্বসাকুল্যে তিনি আরও বলেন, বঙ্গবন্ধু কন্যা বাংলাদেশের প্রধানমন্ত্রীর হাত ধরে বাংলাদেশে যে ধারাবাহিকতায় এগিয়ে যাচ্ছে বিশ্বের ইতিহাসে একটি মডেল দেশ হিসেবে স্বীকৃতি পাইতে বেশি সময় লাগবে না।