মোহাম্মদ জুবাইরুল ইসলাম, চকরিয়া প্রতিনিধিঃ
রমজান আসলেই বিশেষ কিছু প্রয়োজনীয় পণ্যের দাম ধরাছোঁয়ার বাইরে চলে যায়। শসা,কলা,তরমুজ ও লেবু যে জিনিসগুলো মানুষের সারাদিনের ক্লান্তি দূর করতে সহায়তা করে সেগুলোর দাম চওড়াই।
সারাবছর এই দ্রব্যের দাম নাগালের মধ্যে থাকলেও রমজান মাস আসার পূর্বেই কিছু অসাধু ব্যবসায়ীরা এই নিত্য প্রয়োজনীয় জিনিসগুলোর দাম বাড়িয়ে দেয়।
লামা উপজেলায় বাজারে নিয়মিত মনিটরিং হলেও লামা উপজেলা থেকে দূরে যে বাজারগুলো রয়েছে সেগুলোতে তেমন কোন প্রশাসনিক তদারকি হয়না বলে এ সিন্ডিকেট ব্যবসায়ীরা দাম বাড়াতে সুযোগ পায়।
আজকের দামঃ-
তরমুজ- ২পিস ১২০( ছোট সাইজ),বড় সাইজ পিস ৩০০-৪০০
কলা-জোড়া ২৫ টাকা( পিস-১৫)
লেবু-২ পিস ২০-৩০(সুযোগে পিস প্রতি ২০)
শসা-১কেজি ৬০-৭০