স্পোর্টস ডেস্কঃ ”মাদক কে না বলি, ক্রীড়াকে হ্যা বলি”, এ স্লোগানকে সামনে রেখে পার্বত্য চট্টগ্রামের লামা উপজেলায় আজিজনগর ক্রিকেট প্রিমিয়ার লীগের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। আজ ২৪ ফেরুয়ারী শনিবার হাজার হাজার দর্শকের উপস্থিতি এবং ঝামকালো আয়োজনের মধ্য দিয়ে উত্তর পাড়া আজিজ উদ্দিন মাঠে ক্রিকেট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। উক্ত খেলায় সভাপতিত্ব করেন ধু্যইল্যাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহিবুল হাসন এবং সঞ্চালনায় ছিলেন জুবাইরুল ইসলামের। উক্ত ফাইনাল খেলায় আজিজনগর সুপার কিংস বনাম আজিজনগর নাইট রাইডারস অংশগ্রহণ করে এবং আজিজনগর নাইট রাইডারস ১১২ রানের টার্গেট এ ব্যাট করতে নেমে ৬ উইকেট এ জয় লাভ করে। খেলায় প্রধান অতিথি হিসবে উপস্থিত ছিলেন আজিজনগর ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান জসিম উদ্দিন কোম্পানি, গেস্ট অব অনার হিসেবে উপস্থিত বাংলাদেশ আওয়ামী লীগ, আজিজনগর শাখার আহ্বায়ক আবু ছালেহ এবং উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন আজিজনগর পুলিশ ক্যাম্পের ইনচার্জ শামীম শেখ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এশিয়া টেলিকম এর সত্তাধীকারী জনাব জাবেদ মোহাম্মদ বাহাদুর, ইউপি সদস্য বাবু উথোয়ায় মার্মা ও বেলাল হোসেন, আজিজনগর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য সচিব সেলিম রেজা, সিনথিয়া নাফিজা ইন্টারন্যাশনাল এর সত্তাধীকারী ফিরোজুল ইসলাম ও আজিজনগর সেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ আলমগীর। বক্তারা বলেন, আগামী দিনে সুস্থ সুবল ও কর্মক্ষম জাতি গঠনে খেলাধুলার বিকল্প নেই। তাই আামাদের তারুণ্য দীপ্ত নতুন প্রজন্মকে লপখা পড়ার পাশাপাশি খেলাধুলায় আগ্রহী হিসেবে গড়ে তুলতে হবে। খেলা শেষে অতিথিরা উভয় দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন।